চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর অনুষ্ঠিত হবে। তবে এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আর এই বিপিএলের সাতটি দলের ‘টিম ডিরেক্টর’ চূড়ান্ত করেছে বিসিবি। এবার প্রতি দলের সাথে একজন করে বোর্ড পরিচালক দলের পরিচালনায় টিম ডিরেক্টর হিসেবে যুক্ত থাকবেন।
সাত বোর্ড পরিচালক হলেন- গাজী গোলাম মোর্তজা, জালাল ইউনুস, এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান, তানজিল চৌধুরী, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন।
এদের মধ্যে গাজী গোলাম মোর্তজা (ঢাকা প্লাটুন), জালাল ইউনুস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), এনায়েত হোসেন সিরাজ (রাজশাহী রয়্যালস), আকরাম খান (রংপুর রেঞ্জার্স), তানজিল চৌধুরী (সিলেট থান্ডার্স), নাঈমুর রহমান দুর্জয় (কুমিল্লা ওয়ারিয়র্স) ও খালেদ মাহমুদ সুজন (খুলনা টাইগার্সের) হয়ে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।
আরো জানা গেছে, ফিক্সিং ইস্যু এড়াতে এবারের বিপিএলে প্রতিটি দলের সাথে থাকবেন অ্যান্টি করাপশন ইউনিট বা আকসুর কর্মকর্তা।