নারায়ণগঞ্জের কন্ঠ:
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে বন্দরে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা।
বুধবার ( ৮ নভেম্বর ) রাতে বন্দরের ঐতিহ্যবাহী ১ নং ঢাকেশ্বরী মন্দির শ্রী শ্রী শ্যামা পূজা পরিদর্শন করলেন বন্দর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আজহারুল ইসলাম ।
এ সময় তিনি হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন । তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার । বাংলাদেশ অম্প্রাদায়িক চেতনায় বিশ্বাসী । দূর্গা পূজার মতোই বন্দরের প্রতিটি মন্দির ও পূজা মন্ডপে আনন্দ ঘন পরিবেশের মধ্যদিয়ে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে ।
পরিদর্শনে কালে বন্দর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এড. গৌতম পাল, প্রচার সম্পাদক পলাশ সুত্রধর, সদস্য মানিক রাম কানু, লিটন সরকার ।
উপস্থিত ছিলেন বন্দর থানার ( তদন্ত ) কর্মকর্তা হারুন অর রশিদ, সেকেন্ড অফিসার পংকজ সরকার, কামতাইন ফাঁড়ির সহকারী ইনচার্জ প্রদুৎত সরকার, ঢাকেশ্বরী মন্দিরের সহ সভাপতি বিপ্লব দে, যুগ্ম সম্পাদক গৌতম দাস, সদস্য প্রদীপ চৌয়ান, জয়মা একতাসংঘের সদস্য রাজিব মন্ডল, কৃষ্ণ চৌয়ান, দেবাশীষ ঢালি, তাপস কর, সুজন বিশ্বাস, অভি দাস প্রমুখ ।