নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন বন্দর উপজেলা নির্বাচনে যাচাই-বাছাই শেষে একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এমএ রশিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন । সেইসাথে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় । এ সময়ে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও রোমান হোসাইন ডন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা আক্তার সাথীর মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয় ।
বৃহস্পতিবার ( ২৩ মে ) সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ও বন্দর উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন । উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মহানগরের আহবায়ক সানাউল্লাহ সানু, মোহাম্মদ নুরুজ্জামান, শহিদুল ইসলাম জুয়েল, আক্তার হোসেন, হাফেজ পারভেজ ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার, মহানগর যুব মহিলা লীগের আহবায়ক নুরুন্নাহার বেগম, বন্দর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছালিমা আক্তার।
প্রসঙ্গত, ৯ মে বন্দর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৩১ মে।
বন্দর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৬৮৯ জন। পুরুষ ভোটার সংখ্যা ৫৮ হাজার ৩২৫ এবং মহিলা ভোটার সংখ্যা ৫৬ হাজার ২৬৪ জন। বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ৫৪টি এবং ভোটকক্ষ সংখ্যা ৩২৪টি। ইভিএমে অনুষ্ঠিত হওয়া বন্দর উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে রয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু ব্যাপারী।