নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ বার একাডেমী ব্যবস্থাপনা পরিষদের সভাপতি একেএম শামীম চৌধুরী বলেন, বিদায় সব সময় অাখাঙ্খিত হয়। কিছু কিছু বিদায় ভালোর জন্য। পরর্বতী অধ্যায়ের সূচনার জন্য।
রবিবার (২৭ জানুয়ারী) বিকালে নগরীর খানপুর নারায়ণগঞ্জ বার একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অারও বলেন, ভালো রেজাল্ট করলে ভালো কলেজে ভর্তি হতে পারবে। মানুষ। তারজন্য কঠোর পরিশ্রম করতে হবে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কো-অপ্ট সদস্য জিয়াউদ্দিন অাহমেদ, দাতা সদস্য জালাল উদ্দিন অাহমেদ, অভিবাবক সদস্য অাজহারুল ইসলাম, অালী হায়দার শামীম, মো: নুরুজ্জামান, এড. শরীফ হোসেন প্রমুখ।
এবার বার একাডেমী থেকে ৩১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবে।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ মহসীন।