বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, আজকে আমরা মে দিবসের র্যালী করতে গিয়েও পুলিশের বাধার সম্মুখীন হতে হচ্ছে। কারন বিএনপিকে সরকার ভয়পায় তাই প্রশাসনকে দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। শহীদ জিয়ার প্রকৃত সৈনিকরা শত জুলুম নির্যাতন সহ্য করেও বিএনপির পতাকা তলে আছে এবং ভবিষ্যত্বেও থাকবে। যত বাধাই আসুক আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করবোই। কোন বাধাই বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না।
১লা মে আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের উদ্যোগে র্যালী শেষে তার বক্তব্যে এসব কথা বলেন।
বুধবার (১লা মে) সকাল পৌনে ১০ টায় সংগঠনের সদস্য সচিব আলী আজগরের সভাপতিত্বে কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালী বের করা হয়।
র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালিবাজার মোড়ে এসে শেষ হয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগান দিতে দিতে র্যালীটি নগরীর ডিআইটি মসজিদের সামনে গেলে সদর থানা পুলিশ তাদের বাধা প্রদান করে। এ সময় পুলিশ ব্যানার গুটিয়ে নেতা কর্মীদের চলে যাওয়ার হুমকী দেয়। সেই সাথে বলেন, মে দিবসে কোন রাজনৈতিক শ্লোগান চলবে না। পরবর্তীতে শর্তসাপেক্ষে র্যালীটি ডিআইটি মসজিদের সামনে থেকে ঘুরিয়ে দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম,সহ-সভাপতি এড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা এড. রফিক আহম্মেদ, এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড. আনিসুর রহমান মোল্লা, এড. শহীদ সারোয়ার, হাজী ফারুক হোসেন, মাহমুদুর রহমান মাসুম, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মানোয়ার হোসেন শোখন, নাজমুল হক রানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা, সহ-সভাপতি ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাক আহম্মেদ, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, আনিছুর রহমান জুয়েল, খালেদ মামুন, ফজলুল হক, বন্দর থানা শ্রমিক দল সাধারণ সম্পাদক অজিত দাস, ১১নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি আবু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল,সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, ১৮নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি টুটুল মিয়া, ১৬নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি সুজন মিয়া, গামেন্টস শ্রমিক দল সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক শিপলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ, মহানগর ছাত্র দলের সভাপতি সাহেদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দরা।