নারায়ণগঞ্জের কন্ঠ: বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র ১৫নং ওয়ার্ডের বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে দেয়নি পুলিশ। কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময়ে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার ( ৩১ আগস্ট ) বিকেলে শহরের মণ্ডলপাড়া এলাকায় কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের দাঁড়াতেই দেয়নি। একপর্যায়ে পুলিশ অতর্কিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। পুলিশের হামলায় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ আমাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রতক্ষদর্শী ও বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেলে মহানগর বিএনপির ১৫ নং ওয়ার্ডের উদ্যোগে নেতাকর্মীরা কর্মসূচি পালনের জন্য শহরের মণ্ডলপাড়া এলাকায় জড়ো হন। এ সময় পুলিশ এসে তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করে। পুলিশের বাধায় বিএনপির নেতাকর্মীরা সড়কের ফুটপাথে বসে থাকেন। কিছুক্ষণ পর যুবদল নেতা জোসেফের নেতৃত্বে যুবদলের একটি মিছিল আসলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, আমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করতে চেয়েছিলো তারা। পরে আমাদের পুলিশের সদস্যরা তাদের সরিয়ে দেন।