নারায়ণগঞ্জের কন্ঠ : মহান বিজয় দিবস উপলক্ষে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিজয় দিবসের র্যালি করেছে বিএনপি। বিজয় দিবসে র্যালিকে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের অংশগ্রহণ করেন।
রোববার ( ১৯ ডিসেম্বর ) দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি বের করা হয়। র্যালিটি নয়াপল্টনে দিয়ে কাকরাইল মোড় হয়ে মগবাজার ফ্লাইওভারের নিচে দিয়ে আবারও কাকরাইল মোড় হয়ে নয়াপল্টনে পার্টি অফিসের সামনে এসে সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি, কেন্দ্রীয় যুবদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিজয় দিবসের র্যালিকে সফল করার লক্ষ্যে সকালে থেকেই নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা নয়াপল্টনের আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। পরে দুপুর একটার দিকে জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় যুবদলের মূল র্যালিকে যোগদান করেন। এসময়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। যুবদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, আনিসুর রহমান আনিস, শাহীন আহমেদ, আরিফুজ্জামান ইমন, সহ- সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।