সংবাদ বিজ্ঞপ্তি: আড়াইহাজার থানার একটি নাশকতার মামলায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০জন নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দল ।
এক বিবৃতিতে আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু ও সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানি বলেন, বর্তমান সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আন্দোলন থেকে দমানোর চেষ্টা করছে।
কিন্তু আমরা বলতে চাই মামলা হামলা দিয়ে কারাবন্দি করে বিএনপি তথা অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে রাজপথ থেকে দমানো যাবে না। এই অবৈধ সরকারের সকল মামলা হামলা জবাব রাজপথে দিবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অবিলম্বে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত সোমবার ( ৮ মে ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ জামিন বাতিল করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪০জন নেতাকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। আজ সকালে জেলা ও দায়রা জজ আদালতে স্থানীয় জামিনের জন্য আবেদন করেন। আদালত বিএনপি নেতা আজাদসহ ১০জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।