সংবাদ বিজ্ঞপ্তি : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেলের মাতা আক্তার বানুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এক শোকবার্তায় নজরুল ইসলাম আজাদ বলেন, হাবিব-উন-নবী সোহেলের মা আক্তার বানুর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
প্রসঙ্গত , শুক্রবার (৮অক্টোবার) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।