নারায়ণগঞ্জের কন্ঠ : মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাজাদা আলম রতনের নেতৃত্বে নগরীতে বিজয় র্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার ( ১৬ ডিসেম্বর ) সকাল দশটায় নগরীতে এই বিজয় র্যালি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময়ে বিজয় দিবসের র্যালি থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শ্লোগান দেয় ‘আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’ ।
বিজয় র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।