বিশেষ প্রতিনিধি:
মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাজী আবুল কালাম বলেন, ৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৎ সাহসের কারনেই আজ আমরা বাংলাদেশ পেয়েছি। তৎকালীন সরকারের কোন ব্যক্তি এগিয়ে আসেননি। সে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্থানী সেনা বাহিনীতে থেকেও সকল স্বার্থের উদ্ধে পরিবার পরিজনের কথা না চিন্তা করেই স্বাধীনতার ঘোষনা দিয়ে ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩ তম জন্ম-বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৯ জানুয়ারী) বাদ আছর কালিবাজারস্থ মহানগর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
এ সময় এড. আবুল কালাম আরও বলেন, তৎকালীন সময় দিশেহারা জাতিকে ফেলে সবাই নিজের জীবন বাচাঁনোর জন্যই চেষ্টা করে গেছে। কিন্তু এই অভাগা মানুষগুলোকে রক্ষা করার জন্য তিনি পাকিস্তানী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। শুধু তাই নয় ঘোষনা দিয়ে তিনি বসে থাকেননি সেই যুদ্ধে অংশগ্রহন করে নেতৃত্ব দিয়েছেন। বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রচেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল গুলো দেশে নিজেদের অবস্থান তুলে ধরতে পারছেন। নতুবা দেশে আজ একনায়েকতন্ত্র বিরাজ করতো, মানুষ তাদের বাক-স্বাধীনতা, সাংবাদ পত্রের স্বাধীনতা, এই পেশী সরকারের কাছ থেকে গনতন্ত্র উদ্ধার আন্দোলন করা যেতো না। ব্যক্তিত্ব ও নেতৃত্বে জিয়াউর রহমান ছিলেন অন্যতম।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দেশের ক্লান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষনা না দিতো তাহলে এই দেশ কখনোই স্বাধীন হতো না। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষের হৃদয়ে জিয়াউর রহমান বেঁেচ থাকে। কোন অপশক্তি তা ধ্বংশ করতে পারবে না।
এ সময় তিনি আরও বলেন, মজলুম জননেতা মাওলানা ভাষানী যিনি স্বাধীনতার স্বপ্ন দ্রোষ্টা ছিলেন তিনি নিজে মুখে বলে ছিলেন জিয়াউর রহমানের মত আর্দশবান নেতা আমি কখনই দেখিনি। আমরা সেই আদর্শবান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি’র রাজনীতি করি। আমরা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের সদস্য কখনই হতাশ হবো না কারন জিয়ার সৈনিকরা কখনই ভয় পায় ন্ াবিএনপি মাটি ও মানুষের দল। আমরা মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য অহিংস আন্দোলন করে যাচ্ছি। এখন আমাদের প্রধান দাবী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। কারন আপোষহীন নেত্রীর মুক্তির সাথে সাথে মানুষের গণতন্ত্র উদ্ধারের ধারা অব্যহত থাকবে।
মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা হাজী ফারুক হোসেন, শওকত হোসেন লিটন, ফেরদৌসুর রহমান, এড. শহীদ সারোয়ার, হারুন শেখ, মহানগর স্বেচ্ছা সেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু সহ অন্যান্য নেতৃবৃন্দ।