একদিন আগে শেষ হয়ে গেছে বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও দুর্দান্ত লড়াই করেছে টাইগাররা। ভারতের মাটিতে এমন লড়াই প্রশংসা আদায় করে নিয়েছে ক্রিকেটবিশ্বের। পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার প্রশংসা করেছেন বাংলাদেশের। টাইগাররা যে এগিয়ে যাচ্ছে, সেটা তার কথায় ফুটে উঠেছে। একইসঙ্গে তিনি ভারতকে ‘বস’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে বাংলার বাঘদের লড়াইয়ের প্রশংসা করে শোয়েব বলেছেন, ‘বাংলাদেশ এখন আর একেবারেই সাধারণ মানের দল নয়। ২০ বছর আগের বাংলাদেশ দলের সঙ্গে এই দলের অনেক পার্থক্য। কোনো দলের বিপক্ষেই এখন ওরা চোক করে না।’
সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজ পেন্ডুলামের মতো এক শিবির থেকে অন্য শিবিরে দুলছিল। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ যে জমজমাট হবে, তা আগে থেকেই অনুমান করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। নাগপুরের টি টোয়েন্টিতে বাংলাদেশ মরিয়া লড়াই করে। নাঈমের দুর্দান্ত ব্যাটিংয়ে একপর্যায়ে টাইগারদের জয় খুবই সহ মনে হচ্ছিল। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতা আর দীপক চাহারের আগুনে বোলিং রোহিতের মুখে হাসি এনে দেয়।
‘রাওয়ালিপিণ্ডি এক্সপ্রেস’ আরও বলছেন, ‘ভারতই যে বস, সেটাই দেখিয়ে দিয়েছে ম্যাচে। প্রথম ম্যাচ হারার পরে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ফিরে আসে ভারত। এর পিছনে রয়েছে রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং। রোহিত দুর্দান্ত প্রতিভা। যখন খুশি রান করার ক্ষমতা রয়েছে রোহিতের। ওর নেতৃত্বটাও আমি উপভোগ করি।’