নারায়ণগঞ্জের কন্ঠ:
ভূমিহীন দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
রোববার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে তিন শতাধিক ভূমিহীন পরিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, ভূমিহীন দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা নাসিক কাউন্সিলর মনোয়ারা বেগম, উপদেষ্টা কামরুজ্জামান বুলেট, সংগঠনটিরসভাপতি এস.এস এ্যাপোলো,সাধারন সম্পাদক দৃষ্টি প্রতিবন্ধী মরন আলী ,সিনিয়র সভাপতি বাদল হোসেন মেম্বার, যুগ্ম সম্পাদক শাহরিয়ার রিপন প্রমুখ।
স্মরকলিপিতে উল্লেখ্য করেন ,আমরা জম্মে সূত্রে বাংলাদেশের নাগরিক ও ভোটার । আমরা ভূমিহীনরা ২০১৪ ইং সাল হইতে আপনার নিয়ন্ত্রণাধীন নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের ভূমিহীনদের জন্য ভূমি সংগ্রহের লক্ষ্যে ভূমিহীন দুস্থ কল্যাণ সংস্থা’র কার্যনির্বাহী সদস্যগণ নিরলস ভাবে কাজ করে আসিতেছি। ভূমিহীন দুস্থ কল্যাণ সংস্থার সদস্য প্রায় পাঁচ শতাধিক পরিবার। তারা নারায়ণগঞ্জ সদর ও জেলার বিভিন্ন বস্তি ও ভাড়াবাড়ীতে বসবাস করিতেছে। ভূমিহীনরা বিভিন্ন হয়রানীর স্বীকার হয়। আপনি প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা এবং মানবতার মা, অসহায় মানুষদের জন্য আপনার মন অনেক বড়, আপনি ১৮ কোটি মানুষের প্রধানমন্ত্রী। আপনার গতিশীল নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের অন্ন,বস্ত্র,বাসস্হান এর জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । আপমাদের বিশ্বাস আপনার এই বিশাল কর্মকান্ডের মধ্যে আমাদের দাবীকে একটু সুনজরে দেখবেন। আপনার নির্বাচনী প্রতিশ্রুতি অংশ হিসাবে ভূমিহীনদের জন্য বাসস্থান সৃষ্টির যে পরিকল্পনা নিয়েছেন উক্ত পরিকল্পনার আমাদেরকে অংশীদার করিলে আমরা বিভিন্ন প্রতিবন্ধী, দরিদ্র পরিবার সমূহ ভূমিহীনের অপবাদ থেকে মুক্তি পেতে পারি। তাই আপনার মহান মহানুভবতা হিসাবে আমরা ভূমিহীন দুস্থ কল্যান সংস্থার সদস্যরা মাথা গোজার জন্য একটুকরা জমি অথবা ফ্ল্যাট দাবী করছি। নারায়ণগঞ্জ জেলা অবস্থিত মেঘনার পাড় সরকারি খাসজমিতে আপনার নামে “শেখ হাসিনা আশ্রয়ন” প্রকল্প হিসাবে আমাদেরকে বসবাসের জন্য নারায়নগঞ্জের মেঘনার পাড় সরকারী খাস জমিতে আশ্রয় দান করিলে চিরকৃতজ্ঞ থাকিব।