নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলোচিত বিএনপির নেতা মমিনউল্লাহ ডেভিডের ১৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষে থেকে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।
শনিবার ( ২৪ নভেম্বর ) বাদ আসর মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম মমিন উল্লাহ ডেভিডের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, জেলা যুবদল নেতা ইমরান কাউছার, মোঃ ন্যান্সি, সৈকত হাসান ইকবাল, দিদারসহ অনেকেই ।
প্রসঙ্গত ২০০৪ সালের ২৪ নভেম্বর রাতে ঢাকার মালিবাগ কমিউনিটি সেন্টারে সামনে ডেভিড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাবের দাবি ছিল, তাদের সঙ্গে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ক্রসফায়ারে পড়ে ডেভিডের মৃত্যু ঘটে।