en
মঙ্গলবার , ৯ অক্টোবর ২০১৮ | ২৭শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে তেলের ড্রাম ভর্তি ট্রাক ছিনতাই

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
অক্টোবর ৯, ২০১৮ ৬:২৫ অপরাহ্ণ
PicsArt 10 10 12.18.39

নারায়ণগঞ্জের কন্ঠ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ডিবি পুলিশ পরিচয়ে তেলের ড্রাম ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনার পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি থেকে পুলিশ এই ট্রাক উদ্ধার করেছে। সোমবার রতে ট্রাকটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

রূপগঞ্জ থানার এসআই জুবায়ের মৃধা জানান, গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে চট্রগ্রাম থেকে ৮ লাখ টাকার মূল্যের ৬০ ড্রাম  সয়াবিন তেল ভর্তি সুমন ট্রান্সপোর্ট কোম্পানির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৭০৮৩) দিনাজপুর যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের আউখাবো এলাকায় পৌঁছালে ডিবি পুলিশে পরিচয়ে একদল ছিনতাইকারী ট্রাকটিকে থামায়। এসময় ছিনতাইকারীরা ট্রাকের চালক হাসমত আলী ও হেলপার মোহন মিয়াকে মারধর করে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে রাস্তার পাশে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। রাত ২টার দিকে টহলরত পুলিশের একটি টিম ওই রাস্তা থেকে অজ্ঞান অবস্থায় তাদের  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জ্ঞান ফিরে আসার পর  ট্রাকচালক ও হেলপার পুলিশকে তেল ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনা জানান। পুলিশ সোমবার রাতে আধুনিক প্রযুক্তির সহায়তায় কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় খালি ট্রাকটি উদ্ধার করেন। তবে ছিনতাই করা তেলের ড্রাম উদ্ধার করা যায়নি। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় উপ-সহকারী পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত