নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ( ৪ নভেম্বর ) বাদ আছর বন্দরের নবীগঞ্জ কদম রসুল দরগাহ্ মসজিদ প্রাঙ্গণে মহানগর বিএনপির উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএম কামালের সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল, তাঁতীদলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, এ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারারুদ্ধ । বেগম জিয়া জামিন পাওয়ার যোগ্য । কিন্তু এ সরকার তার জামিন নিয়ে তাল বাহানা করছে । সহজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিবে না এসরকার । তিনি আরও বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে । ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না । বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না । তাই সবাই তার জন্য দোয়া করবেন । আমরা এ সভার মধ্যদিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি ।
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু স্বাস্থ্য কামনা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলাম ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।
প্রসঙ্গত, দুইবছর আগে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি ঘোষিত মহানগর বিএনপির ২৩ সদস্যের আংশিক কমিটির কিছু সদস্যের পদের রদবদল করে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর বিএনপির সভাপতি হিসেবে সাবেক সাংসদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালকে বহাল রেখেই বুধবার (৩০ অক্টোবর) এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।