en
সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

যুবদল কর্মী শহীদ স্বজনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Picsart 24 09 16 15 32 07 083

নারায়ণগঞ্জের কন্ঠ: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে নিহত নারায়ণগঞ্জ মহানগর যুবদল কর্মী শহীদ আবুল হাসান স্বজনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, সবাইকে যুবদল কর্মী শহীদ স্বজনের জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাকে বেহেস্ত নসিব করুক। আর বিএনপি শহীদ স্বজনের পরিবারের পাশে আছে পাশপাশি আমরাও আছি।

সোমবার ( ১৬ সেপ্টেম্বর ) বাদ জোহর বন্দর উপজেলাধীন বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকায় নিহত আবুল হোসেন স্বজনের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময়ে নিহত নারায়ণগঞ্জ মহানগর যুবদল কর্মী শহীদ আবুল হাসান স্বজনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। নিহত স্বজনের পিতা জাকির হোসেন, বড় ভাই অনিক।

এসময়ে দোয়া মাহফিল আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বন্দর উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাধারণ সম্পাদক হারুনুর অর রশিদ লিটন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মহানগর যুবদল নেতা সম্রাট হাসান সুজন, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, হাবিবুর রহমান মাসুদ, নিহত স্বজনের পিতা জাকির হোসেন, বড়ভাই অনিকসহ অনেকেই।

উল্লেখ্য- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরপর গত ৬ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসান স্বজন মৃত্যুবরণ করেন। স্বজন যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

সর্বশেষ - লিড