সংবাদ বিজ্ঞপ্তি: যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া। সেই সাথে নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দাবি করেছেন তিনি।
এক বিবৃতিতে খোরশেদ আলম ভুঁইয়া বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ বানচাল করতে সরকার যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করছে। কিন্তু এই অবৈধ সরকার জানে না মামলা হামলার ভয় আর বিএনপি নেতা কর্মীরা করে না। গ্রেফতার করে ঢাকার জনসমাবেশে গণজোয়ার ঠেকানো যাবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ তাদের হারানো গণতন্ত্র ফিরে পাবে। সে লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা এই অবৈধ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
প্রসঙ্গত, শনিবার (৩ ডিসেম্বর) রাতে রাজশাহীর বিভাগীয় সমাবেশ শেষে ফেরার পথে ঢাকায় আমিন বাজারের কাছ থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ চারজনকে গোয়েন্দারা আটক করেছেন বলে দাবি বিএনপির। শনিবার রাতেই টুকুর সঙ্গে যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়নসহ আরও দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।