en
বৃহস্পতিবার , ১১ অক্টোবর ২০১৮ | ২৪শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

রাজনৈতিক উদ্দেশ্যে বারকে ব্যবহার করতে দেওয়া হবে না – এড. জুয়েল

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
অক্টোবর ১১, ২০১৮ ২:১০ অপরাহ্ণ
PicsArt 10 11 07.52.20

নারায়ণগঞ্জের কন্ঠ:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেছেন, নারায়ণগঞ্জ বার কারো রাজনৈতিক আশ্রয়স্থল হতে পারে না। কেউ রাজনীতি করতে চাইলে আদালতের বাইরে গিয়ে করবেন। রাজনৈতিক উদ্দেশ্যে নারায়ণগঞ্জ বারকে ব্যবহার করতে দেয়া হবে না।

একুশে আগষ্টের গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এড. হাসান ফেরদৌস জুয়েল আরো বলেন, দীঘ ১৪ বছর পরে বাংলার কলঙ্কজনক হত্যাকান্ড একুশে আগষ্টের গ্রেনেড হামলার রায়ে আমরা সন্তুষ্ট। তবে এ হামলার মূল পরিকল্পনাকারী মাষ্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসির আদেশ হলে আরো বেশী সন্তুষ্ট হতে পারতাম। মামলার তদন্তে স্পষ্টভাবে বেড়িয়ে এসেছে যে, হাওয়া ভবনে বসে এ নির্মম হত্যাকান্ডের পরিকল্পনা করা হয়েছিলো। আর যারা এ হত্যাকান্ডের নেপথ্যে থেকে এটি সংঘটিত করেছিলো, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবী জানাচ্ছি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল’র সভাপতিত্বে  অনুষ্ঠিত আনন্দ মিছিলে উপস্থি ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন, আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট মাসুদ উর রউফ, এডভোকেট আলাউদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো: মোহসিন মিয়া, যুগ্ম সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক এডভোকেট আবুল বাশার রুবেল, কার্যকরী সদস্য এডভোকেট মোঃ রাশেদ ভূঁইয়া, সাবেক সদস্য এডভোকেট মোঃ স্বপন ভূঁইয়া, এডভোকেট সাখাওয়াত হোসেন, এডভোকেট ইসরাত জাহান ইনা, এপিপি এডভোকেট সুইটি ইয়াসমিন, এপিপি এডভোকেট জেসমিন আহমেদ প্রমূখ।

সর্বশেষ - লিড