নারায়ণগঞ্জের কন্ঠ:
শহরের দেওভোগ ভূইয়ারভাগ বিদ্যা নিকেতন স্কুলের মেধাবী ছাত্র রিতুল ঘোষ (১৪) হত্যার প্রতিবাদে ও ঘটনার রহস্য উদঘাটনসহ আসামীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ।
রোববার (২৮ জুলাই ) সকাল দুপুরে নিহত রিতুল ঘোষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন কোর্ট গিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কাছে রিতুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মরকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান কালে কান্নায় আপ্লেত রিতুল ঘোষের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনসহ ঘটনার জড়িত আসামীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবি জানান তার স্বজনেরা । এ সময়ে জেলা প্রশাসক তাদের কথাবার্তা শুনেন এবং এসপির সাথে কথা বলবেন যেনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেন। এ সময়ে তিনি নিহতদের পরিবারকে বিশ হাজার টাকা অনুদান দিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। পরে তারা পুলিশ সুপার বরাবরও স্মরকলিপি প্রদান করেন।
উল্লেখ্য শনিবার ( ২৭ জুলাই ) দুপুরে শহরের ৫নং খেয়াঘাট এলাকার ‘এমবি সজল-তন্ময়-২’ নামের একটি জাহাজ থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
নিহত রিতুল ঘোষ শহরের দেওভোগ এলাকার দুলাল ঘোষের ছেলে। শহরের বিদ্যানিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেডুর ছাত্র ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিতুলের ৪ বন্ধুকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চার বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিতুল ঘোষ। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
তখন পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই চারজনকে আটকের পরে তারা জানায় ৫ বন্ধু শীতলক্ষ্যা নদীর ৫নং খেয়াঘাট এলাকায় গোসল করতে যায়। সেখানে জাহাজ থেকে লাফিয়ে নদীতে গোসল করে এবং একে অন্যকে ধাক্কা দেয়। এক পর্যায়ে নদীতে রিতুল নিখোঁজ গয়ে পড়ে। পরে তাকে না পেয়ে তারা সবাই বাসায় চলে আসে।