en
বুধবার , ৭ নভেম্বর ২০১৮ | ২৯শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

রূপগঞ্জের সন্তানই হবে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপি : হাই

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
নভেম্বর ৭, ২০১৮ ৩:১৭ অপরাহ্ণ
PicsArt 11 07 09.04.41 1

নারায়ণগঞ্জের কন্ঠ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রায় অর্ধলক্ষাধিক লোকের সমাগমে জনসমুদ্রে পরিণত হয়েছে ।

বুধবার ( ৭ নভেম্বর ) বেলা ১২টা থেকেই রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসঙগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ব্যানার, ফেস্টুন হাতে সভাস্থলে আসতে থাকে। জনসভা শুরু হওয়ার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভাস্থল। জনসভা মঞ্চে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতি লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এরই মধ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সভা মঞ্চ অলংকিত করেন।
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা

আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভূইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা ও তরুন শিল্পপতি আলহাজ্ব রফিকুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূইয়া, আব্দুল আজিজ, মেজর (অবঃ) মসিউর রহমান বাবুল, ব্যারিষ্টার খান মোহাম্মদ শামীম আজিজ, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী ডাঃ খালেদা খানম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জাব্বার খান পিনু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, তারাব পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান খান, আলীমুদ্দিন, আব্দুল জাব্বার, উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, কামাল হোসেন, মনিরুজ্জামান, আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, লুৎফর রহমান মুন্না, আশিকুল ইসলাম খোকন, অর্ঘ্য চৌধুরী তপু, যুব মহিলালীগের শায়লা তাহসিন সীথি, স্বপ্না আক্তার, পারুল বেগম, মুন্নী আক্তার প্রমুখ।

সভায় প্রধান বক্তা রফিকুল ইসলাম বলেন, ঐক্য ফ্রন্টের শরীরে বিএনপি জামায়াত আর জঙ্গীগোষ্ঠির প্রেতাত্মা ভর করেছে। সবাই সর্তক থাকুন দেশকে অস্থির করার চেষ্টা করছেন তারা। এ সময় তিনি স্থানীয় এমপির সমালোচনা করে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্যে যেমন আওয়ামীলীগকে শেষ করার প্রচেষ্টা করা হয়েছিল। একই কায়দায় এমপি গাজী রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ২৭‘শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে রূপগঞ্জকে আওয়ামীলীগ শূন্য করার চেষ্টা করছেন। জন্মসূত্রে রূপগঞ্জের সন্তানকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে রফিকুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনা তৃনমূলের সকলের খবর রাখেন। বিশ্ব মানবতার নেত্রী আপনি মানবতার হাত বাড়িয়ে আমাদেরকে এমপির আক্রোশ থেকে বাচান। রক্ষা করুন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে।

প্রধান অতিথি আব্দুল হাই ভুঁইয়া বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জের সন্তানই নৌকার নিয়ে বিজয়ী হয়ে শেখ হাসিনাকে উপহার দেবেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। সেই সাথে সকল ষড়যন্ত্র রুখতে সর্তক থাকারও আহবান জানিয়েছেন। আওয়ামী লীগের এ সভায় রূপগঞ্জ আসন থেকে নৌকা প্রতিকে মনোনয়ন চেয়ে লবিং করছেন এমন ৬জন প্রার্থী এক মঞ্চে উঠে বক্তব্য রাখেন। সকলের দাবি, রূপগঞ্জের সন্তানই হবে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপি।

সর্বশেষ - লিড