নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান সফলভাবে আয়োজনের লক্ষ্যে আগত ভক্তবৃন্দের নিরপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ। ২০১৫ সালের দূর্ঘটনাকে মাথায় রেখে এবার পূণ্যস্নানে ১৬০০ পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও ঘাটগুলোতে নারী পূণ্যার্থীদের সুবিধার্থে মহিলা পুলিশ নিয়োজিত থাকবে।
বুধবার (১০ এপ্রিল) বিকেলে বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, যেহেতু পূণ্য স্নানকে কেন্দ্র করে এখানে ভারত বাংলাদেশের লাখ লাখ পূণ্যার্থীর সমাগম ঘটে সেহেতু নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকবে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোষ্ট থাকবে। সেই সঙ্গে থাকবে ৮টি পুলিশের ওয়াচ টাওয়ার। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারীও থাকবে উৎসবকে ঘিরে। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও কাজ করবে। একটি সফল আয়োজনের জন্যে আমরা আশাবাদি।
পূণ্যস্নান আয়োগনের প্রস্তুতি সম্পর্কে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদাপণ পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের দিক নির্দেশনায় আমরা বরাবরের মতো এবারেও লাঙ্গলবন্দ ¯œান উৎসব সফলভাবে আয়োজনের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আজকেও সকাল থেকে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বন্দরের ইউএনও, এসিল্যান্ড, বন্দর থানার ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ’র লোকজনসহ সকলকে সাথে নিয়ে ছোটখাটো যে সমস্যাগুলো রয়েছে তা নিরসনে কাজ করা হচ্ছে। আমরা আশা করি এ বৃহৎ আয়োজন অথ্রান্ত সফলবাবে শেষ করতে পারবো। আর এ লক্ষ্যে যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল ) মেহেদী ইমরান সিদ্দিকী , বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর এসিল্যান্ড রুমানা খান, বন্দর ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ আহমেদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কমিটির সভাপতি বাবু সরোজ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপণ পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, সমাজ কল্যাণ সম্পাদক তপন কুমার ঘোষ, সোনারগাঁও থানা পূজা পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সিদ্ধিরগঞ্জ থানা পূজা পরিষদের আহ্বায়ক শিশির ঘোষ অমর, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস প্রমুখ ।