বাংলাদেশ ও ভারত মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিংয়ের সময় আঘাত পেয়েছেন ব্যাটসম্যান লিটন দাস ও স্পিনার নাঈম হাসান। আর তাদের ইনজুরি দেখে বসে থাকতে পারেননি মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রেসিডিয়াম বক্সে দুজনকে ডেকে নিয়ে আসেন। তাদের কাছে গিয়ে অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী।
গোলাপি বলের এই টেস্টের প্রথম দিন শেষে হওয়ার পরও প্রধানমন্ত্রী তাদের খোঁজ নেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এদিন ভারতীয় পেসার ইশান্ত শর্মা ও শামির বল হেলমেটে আঘাত করলেও কিছুক্ষণ খেলা চালিয়ে যান লিটন। পরে মাঠ ছেড়ে যান তিনি। লাঞ্চ বিরতির পর আর ব্যাটিংয়ে নামতে পারেননি। ‘কনকাশন সাব’ হিসেবে ব্যাটিংয়ে নামেন একাদশের বাইরে থাকা মিরাজ।
অন্যদিকে, শামির বলে আঘাত পাওয়ার পর আউট হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যান নাঈম। করেন ১৯ রান। পরে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি দল। ফিল্ডিংয়ের সময় নাঈমের বদলি হিসেবে তাইজুলকে মাঠে নামানো হয়।
এরপরে দুজনকেই হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়েছে। জানা গেছে, দুজনের রিপোর্টই ভালো এসেছে। এর পরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।