নারায়ণগঞ্জের কন্ঠ:
র্যাব-১১ ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল কাজী শমসের উদ্দিন বলেছেন, আগামীকাল আমাদের পহেলা বৈশাখ ১৪২৬ এর বছরের প্রথম দিন।
এই দিনকে কন্দ্রে করে নারায়ণগঞ্জ এলাকায় যত অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের বাহ্যিক নিরাপত্তা বিধানের জন্য এবার র্যাব বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। শুধু নারায়ণগঞ্জ নয়, নারায়ণগঞ্জসহ আমাদের আরো দায়ীত্বপূর্ণ এলাকা এবং জেলা রয়েছে। প্রত্যেকটি জেলায় আমরা আমাদের নিরাপত্তা জোরদার করেছি।
শনিবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পর চাষাড়া শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে র্যাবের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে তিনি আরো বলেন, আমাদের টহল এবং সাদা কাপড়ের গোয়েন্দারা থাকবে। আমি আপনাদের মাধ্যমে সকলকে আহব্বান করবো আপনারা নিশ্চিন্তে এবং নির্ভয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগদান করবেন।
আমরা আপনাদের নিরাপত্তার জন্য সদা প্রস্তুত আছি। আমরা চেষ্টা করবো যাতে এলাকায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর আমরাও এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবো।
অতীতে বিভিন্ন সময়ে এই দিনটিতে যেসব অনাকাংখিত নাশকতার ঘটনা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে র্যাব সতর্ক রয়েছে।
এছাড়া জেএমবি ও আনসারুল্লাহ বাংলাটিম সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো যাতে কোন ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য র্যাব সতর্কতা অবলম্বনের পাশাপাশি গায়েন্দা নজরদারি করছে।
এ সময় তিনি কোথাও কোন নাশকতার আশঙ্কা নেই উল্লেখ করে বলেন, আমরা কোন আশঙ্কা করছিনা। তবে যেহেতু, বাংলাদেশ এবং আর্ন্তজাতিক প্রেক্ষাপটে আমাদের দেশে আগে অনেক ঘটনা ঘটেছে।
সুতরাং আমরা কোন কিছুকে উড়িয়েও দিচ্ছিনা। আমাদের সজাগ দৃষ্টি থাকবে যাতে কেউ কোন নাশকতামূলক কার্যক্রম করতে না পারে।
মঙ্গোল শোভাযাত্রাকে কেন্দ্র করে শহরে আপনাদের বাড়তি কি ব্যবস্থা থাকবে? এমন প্রশ্নে তিনি বলেন, প্রতিটি অনুষ্ঠানেই আমদের বাজ্যিক নিরাপত্তা হিসেবে আমাদের পেট্রাল থাকবে, সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে।
এছাড়া আপনারা জানেন, জেলা পুলিশ আছে, বিজিবি আছেন, আনসার সদস্যরা আছেন তারাও কাজ করবেন। আগামীকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কমপক্ষে ১৫০ থেকে ২০০ ফোর্স মাঠে থাকবে বলেও জানান তিনি। যদি প্রয়োজন হয় তাহলে নৌ পথেও টহল টিম থাকবে। অনুষ্ঠানগুলো যেহেতু শহর কেন্দ্রীক তাই আশা করিনা নৌ পথে কোন সমস্যা থাকবে।