নারায়ণগঞ্জের কন্ঠ : নারায়ণগঞ্জ শহরের ডালপট্টি এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় রক্তমাখা ছুরিসহ জোবায়ের নামে এক যুবককে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে নগরীর নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার স্বপন দাসের ৬ তলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার এবং জোবায়েরকে আটক করা হয়।
নিহতরা হলেন, রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ঋতু চক্রবর্তী (২২)। ঋতু ৭ মাসের অন্তঃসত্ত¡া বলে জানা গেছে। তার স্বামী শ্যামল গাড়ির ব্যবসায়ী বলে প্রাথমিক ভাবে জানিয়েছে।
এদিকে, ঘটনাস্থল থেকে আটক হওয়া জোবায়ের নগরীর পাইকপাড়া এলাকার আলাউদ্দীনের ছেলে। তবে, নিহতের পরিবারের সাথে আটককৃত জোবায়েরের পারিবারিক বা পূর্বের কোনো সম্পর্ক নেই বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু।
এদিকে, সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের বিশেষ ইউনিট অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর একটি ইউনিট। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ সহ আনুসাঙ্গিক তদন্ত কার্যক্রম করছে পুলিশের এই বিশেষ শাখার সদস্যরা।
ঘটনাস্থল পরিদর্শনে আসা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘ খবর পেয়ে জোবায়ের নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, খুনের সাথে জোবায়ের জড়িত। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। তবে সে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন বিষয়ের অবতারনা করছে। এগুলো আমরা যাচাই বাছাই করব। প্রয়োজনে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে আনা হবে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি বলেন, ‘যত টুকু জানতে পেরেছি ঘাতক জোবায়ের আজই প্রথম এ বাসায় এসেছে। তার সাথে নিহতদের কোন সম্পর্ক নেই। নিহতদের স্বজনরাও বলেছেন যে, ইতিপূর্বে আটককৃত জোবায়েরকে দেখেননি তারা।’
আমীর খসরু বলেন, ‘বর্তমানে জেলা পুলিশ, সিআইডি ও ডিবি ক্রাইম সিনে কাজ করছে। এরপর লাশ মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট এবং জোবায়েরকে আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ডাবল মার্ডারের মূল রহস্য উদ্ঘাটন করতে পারবো।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই ফ্ল্যাট থেকে নিহত রুমা চক্রবর্তীর ছেলে হৃদয়ের স্ত্রী ফারজানা দৌড়ে নীচে নেমে আত্মচিতকার করতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে জোবায়েরকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।