নারায়ণগঞ্জের কন্ঠ : মহান বিজয় দিবস মুক্তিযুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের লাখো জনতা। দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে ফুলে ফুলে ঢেকে গেছে বিজয়স্তম্ভ।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল সাড়ে ৬ টায় চাষাঢ়া চত্বর নির্মিত বিজয়স্তম্ভ ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
এরপর নারায়ণগঞ্জ জেলা পরিষদ, গণপূর্ত বিভাগ, সিভিল সার্জন, জেলা কমান্ড্যান্ট কার্যালয়, জেলা কারাগার , স্থানীয় সরকার প্রকৌশল, জেলা ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভা জেলা শাখা, খেলাঘর জেলা কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আনন্দ, বাংলাদেশ রেড ক্রিয়েসেন্ট সোসাইটি জেলা শাখাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গুলো বিজয়স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদনের পর সর্ব সাধারণের জন্য বিজয়স্তম্ভ উন্মুক্ত করে দিলে দলে দলে মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয়স্তম্ভে ফুল দেওয়া শুরু করে। এরপরএকে একে বিভিন্ন রাজনীতির দল ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।