নারায়ণগঞ্জের কন্ঠ:
মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরিতে অংশ নিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে নেতাকর্মীদেও নিয়ে র্যালী করে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
শহীদ দিবসের র্যালীতে ‘শহীদ জিয়া অমর হোক’ ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ ‘একটাই উক্তি, খালেদা জিয়ার মুক্তি’ শ্লোগানে শ্লোগানে মুখর কওে তুলেন নেতাকর্মীরা। এ সময় এড. সাখাওয়াত হোসেন খান বলেন, একুশের চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই একুশের চেতনা বাস্তবায়ন কওে দেশের হারিয়ে যাওয়া গনতন্ত্র আবারো ফিরিয়ে আনা হবে এবং কারাবন্দি বিএনপি চেয়ারপার্সণ ও সাবেক তিনবারের সফল প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত কওে এদেশের মানুষকে স্বৈরাচারী শাসন শোষন থেকে মুক্তি দেওয়া হবে। তাই প্রতিটি জিয়ার সৈনিককে ধৈর্য ধারন করতে হবে এবং ভবিষ্যত আন্দোলন সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে।
এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে র্যালীতে আরো উপস্থিত ছিলেন ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উদ্দিন আমান, বিএনপি নেতা মো: মনির হোসেন খান, সোনারগাঁ থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম টিটু, বিএনপি নেতা এড. এইচএম আনোয়ার প্রধান, মো: আমিনুল ইসলাম, লুৎফর ররহমান মন্টু, মোঃআমিরুল ইসলাম বাবু, মো: বাবুল হোসেন, মো: ফিরোজ, মো: শহীদ হোসেন, মো: মহিউদ্দিন শিশির, মো: শাহীন আহাম্মদ, পারভেজ মল্লিক, মো: রোমান হোসেন, সাজেদুল ইসলাম সেলিম, মো: মনজুরুল আলম মুসা, মো: নবী হোসেন নবু, মো: লিংকন খান, মো: দেলোয়ার হোসেন শাহ্, লিংরাজ খান, শেখ শহিদুল ইসলাম, আব্দুল মতিন ভুইয়া, হযরত আলী, আনোয়ার ফকির, মো: আল আমিন, মো: অপু রহমান প্রমূখ।