নারায়ণগঞ্জের কন্ঠ:
” শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পর্যায় ) ” শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয় ।
সোমবার ( ১৪ জানুয়ারি ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।
জেলা তথ্য অফিসার সিরাজ উদ – দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শিরিন শারমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য এড. নূর জাহান, নাসিক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, ভ্রমণগাও দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী আলেয়া বেগম প্রমুখ ।
এ সময়ে কর্মশালায় তিনটি বিষয়ে আলোচনা করা হয় ।
১। যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি ।
২। মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য , শিশুর পানিতে ডুবা ।
৩। স্যানিটেশন, পরিবেশ, জম্ম নিবন্ধন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ।