নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ- ৪ ( ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যানার ফেস্টুনে সু সজ্জিত হয়ে বিশাল শোডাউনের মধ্যদিয়ে বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন ।
শুক্রবার ( ১৬ নভেম্বর ) সকালে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এই মনোনয়ন ফরম জমা দেন তিনি ।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু, বিএনপি নেতা নজরুল ইসলাম মাদবর, যুবদল নেতা মাসুদুর রহমান, ইসমাইল খান, কামাল হোসেন, লাবলু, সালাউদ্দিন, মনির হোসেন, শাহাজাহান, কালাম, রানা, হাজী লিটন, আনিস, তারেক,আলম, ফতুল্লা থানা ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ জাবেদ, ফয়সাল খান স্বপন, শাকিল মৃধা সহ
অনেকেই ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার ( ১২ নভেম্বর ) সকাল সাড়ে ১০টা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনের ফরম সংগ্রহের মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয় ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ তারিখ আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।