নারায়ণগঞ্জের কন্ঠ :
শ্রীরামকৃষ্ণদেবের ১৮৪ তম জম্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে রামকৃষ্ণ মিশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ২০ মার্চ ) সন্ধ্যায় শহরের চাষাঢ়াস্থ রামকৃষ্ণ মিশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মনন্দজী মহারাজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাদপুর রামকৃষ্ণ মঠ’র অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মনন্দজী মহারাজ, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ শ্রীমতী বেলা রানী সিংহ, সারদা সংঘ’র সহ-সভানেত্রী শ্রীমতী কাজল হাওলাদার, সাধু নাগ মহাশয় অাশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ অাচার্য্য আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ প্রমুখ।
এ সময় আগত অতিথিরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী বিষয়ে আলোকপাত করেন । পরে ভক্তি মূলক সংগীত পরিবেশন করা হয় ।