নারায়ণগঞ্জের কন্ঠ:
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দেশে আইনের শাসন নেই। সরকার ইচ্ছাকৃত ভাবেই বিরোধী দলীয় নেতাদের হয়রানী করছে। সুতরাং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে আন্দোলন শুরু করতে হবে। যাতে করে সরকার নেত্রী এবং গণতন্ত্রের মুক্তি দিতে বাধ্য হয়।
সোমবার ( ১৩ মে ) বাদ আছর নতুন কোর্টের বিপরীত পাশে লিংক রোডস্থ হিমালয় চাইনিজ কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, গোটা দেশে আজ দাবী উঠেছে, প্যারোলে নয়, খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিতে হবে। এই দাবী বাস্তবায়নে নারায়ণগঞ্জের আইনজীবীদের মূখ্য ভূমিকা রাকতে হবে। যারা দলের দুঃসময়ে প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করছেন, নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা তাদের বিচার করবে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জয়নাল আবেদীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহবুব উদ্দিন খোকন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. আজিজুর রহমান হান্টু, সহ সভাপতি মশিউর রহমান শাহীন, রাকিবুল হাসান শিমুল, যুগ্ম সম্পাদক এড. আনোয়ার প্রধান, এড. আবুল কালাম আজাদ জাকির , এড. জিল্লুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক এড. সিদ্দিকুর রহমান সিদ্দিক, এড. আলম খান, এড. আলামীন সিদ্দিকী, সহ সাংগঠনিক এড. ইকবাল আহমেদ মানিক, জেলা যুব আইনজীবী ফোরামের সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, সাধারণ সম্পাদক এড. রাসেল মিয়া প্রমুখ।