নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগানকে ঘিরে সারাদেশে সরকার ঘোলা পানি নয়, ময়লা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমরা আগেও পনেরো আগস্টের ঘটনার নিন্দা জানিয়েছি এখনও জানাই। কোন হত্যু না পেয়ে আমাদের বন্ধুরা বলছেন জ্বীব কেটে দিবেন, হাত পা ভেঙে দিবেন। রাস্তায় নামতে দিবেন না। আমরা সুস্থ রাজনীতিতে বিশ্বাসী। আপনাদের সরকার প্রধানই বলেছেন দল ক্ষমতায় না থাকলে শিয়াল কুকুরেও টানবে না। তাই মানুষের জন্য কাজ করার চেষ্টা করুন।
শনিবার (১১ জুন) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং মূল্য হ্রাসের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি’র সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান।
রাজিব বলেন, গ্যাস থেকে সাধারণ মানুষের পকেট
থেকে প্রতি বছর আড়াই হাজার কোটি টাকা লুটে
নেয়া হচ্ছে। এমন কোন জিনিস নেই যার দাম বৃদ্ধি
পায়নি। মধ্যবিত্ত পরিবারের যে কী অবস্থা তা শুধু
তারাই উপলব্ধি করতে পারবেন। মনে রাখতে হবে আমাদের প্রতিপক্ষ জুলুমবাজ। আমরা যদি আন্তরিক হতে না পারি তাহলে সাধারণ মানুষ আপনাদের সাথে আন্তরিক বন্ধনের আবদ্ধে আবদ্ধ হতে ভয় পাবে। তাই সকলে নিজেদের মাঝে আন্তরিকতা বজায় রাখি।
রাজিব আরও বলেন , কিছুদিন ধরে দেখছি মানুষ কিছু হলেই পুলিশের ওপর আক্রমণ করছে। আমরা এটা চাই না। এটা খারাপ লক্ষণ। তবে প্রশাসন যেভাবে ফুট ফরমায়েশ খাটছে সেটা তাদের পণ্য সুখকর হবে না। আমরা এরকম ঘটনা দেখতে চাই না। আমরা দেশে আইনের শাসন চাই। যে আইনের শাসনের প্রতি মানুষ শ্রদ্ধাশীল হয়।