নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন সাতগ্ৰাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল বেলাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিয়া মো. সেলিমের আনারস প্রতীকের এজেন্টের বিভিন্ন কেন্দ্রে ঢুকতে না নিয়ে উল্টো মারধর করে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিয়া মো. সেলিম।
রবিবার ( ২৬ ডিসেম্বর ) সকাল পৌনে আটটার দিকে সাতগ্ৰাম ইউনিয়নের পুরিন্দা কে.এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। এসময়ে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিয়া মো. সেলিম জানান, সকালেই আমার এজেন্টরা ভোট কেন্দ্রে আসলে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অদুদ মাহমুদের লোকজন তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয় এবং আমাকেও ঢুকতে বাঁধা দেয় । পরে তারা কেন্দ্র খালি পেয়ে ব্যালট পেপারে নৌকার সিল মারে। তারা কমপক্ষে ৫০০/৬০০ মতো ব্যালট পেপারে নৌকার সিল মারছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এই পরিস্থিতি দেখে আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালে তারা এসে আমার এজেন্টের ভোট কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে যান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এদিকে পরিস্থিতির খবরে ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিয়া মো. সেলিমের সাথে কথা বলেন। এবং সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দেন।