নারায়ণগঞ্জের কন্ঠ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলার সাদিপুর ও জামপুর ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের পুত্র মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
শনিবার ( ২০ আগস্ট ) বিকেলে সাদিপুর ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বঙ্গবন্ধুসহ পনের আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় । পরে অসহায় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়াও জামপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এরফান হোসেন দীপ। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এড. আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আহসান হাবিব টিপু।
সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাইনদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন, জামাল উদ্দিন, ফিরোজ বান্ডারি, জয়নাল আবেদীন, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি করিম মিয়া, সাংগঠনি সম্পাদক ফারুক মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়ন ভূঁইয়া, জাকির হোসেন, মুজাফ্ফর, রমজান, মাসুম হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু বক্কর, শফিকুল, ছাকিবসহ ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।