নারায়ণগঞ্জের কন্ঠ:
সাদ পন্থিদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মোঃ জসিম উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছেন ওলামায়ে কেরাম ।
সোমবার ( ২৪ জুন ) দুপুরে মাওঃ ফেরদাউস রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এ স্মারকলিপি প্রদান করেন তারা ।
স্মারকলিপি উল্লেখ করেন, বিশ্বব্যাপী শান্তিপ্রিয় তাবলীগি মেহনতের মধ্যে ভারতের মাওলানা সাদ কান্ধলবী শরীয়ত বিরোধী বক্তব্য প্রদান করছেন এবং এখানেও করছেন । উনি বলেন, আল্লাহর হাতে যদি হেদায়েত থাকত, নবী কেন পাঠালেন । উনি আরোও বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাস্তি যোগ্য অপরাধ করেছেন । নায়ুযুবিল্লাহ ! এভাবে উনি একের পর এক কোরআন- হাদিস বিরোধী বক্তব্য করেই বেড়াচ্ছেন । এহেন পরিস্থিতিতে বর্তমান জানামার ওলামাদের দায়িত্ব হচ্ছে, সাধারণ মুসলমানদের ঈমান হেফাজতের জন্য তার ব্যাপারে সচেতন করা ।
অতিব দুঃখের বিষয় যে, মাওঃ সাদের কিছু অন্ধ অনুসারী ওলামায়ে কেরাম কে উপেক্ষা করে তার ভ্রান্ত আকিদা গুলো প্রচার প্রসার করছে । এই লক্ষ্যেই তারা গুটি কয়েক তাবলীগের নামধারী নারায়ণগঞ্জ জেলার ইজতেমা ঘোষণা করে । বিশ্বস্ত সূত্রে জানতে পারি, যদি তাই হয় তবে নারায়ণগঞ্জ জেলার সমস্ত ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা এই ভ্রান্ত মতাদর্শের সকল কার্যক্রম প্রতিহত করতে সদা সজাগ থাকবে । ইনশাল্লাহ ।
প্রসঙ্গত, গত বছরের ১ লা ডিসেম্বর ২০১৮ ইং ঢাকা টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় ।
স্মারকলিপি প্রদান কালে আরোও উপস্থিত ছিলেন, মাওঃ মামুন ফেরদৌস, মাওঃ দেলোয়ার হোসেন, মুফতি আব্দুল্লাহ মনসুর, মাওঃ জুবায়ের আহমদ, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ সানাউল্লাহ, আনোয়ার হোসেন প্রমুখ ।