শনিবার সন্ধ্যায় রাজধানীর এফডিসিতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান। এর মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের ভক্তরা জানতে পারলো নাসিরের প্রেমিকা হিসেবে আলোচনায় আসা হুমায়রা সুবাহ নায়িকা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন।
এদিন সকল সাংবাদিকদের সাথে সুবাহকে পরিচয় করিয়ে দেন নির্মাতা রফিক সিকদার। তবে অনুষ্ঠান শেষে সুবাহ জানালেন ‘বসন্ত বিকেল’ তার ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র। তিনি চলচ্চিত্রে আসেন মোহাম্মদ আসলামের হাত ধরে।
শনিবার রাতে এফডিসির ক্যান্টিন চত্বরে কালের কণ্ঠের সাথে আলাপকালে সুবাহ বলেন, ‘ছোটবেলা থেকেই আমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু আমার আম্মু চাইতেন আমি যেন গান করি। আম্মুর ইচ্ছে অনুযায়ী চেষ্টা করছিলাম কণ্ঠশিল্পী। মোহাম্মদ আসলাম ভাইকে আমাকে তার ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। পরে তিনি আমাকে লিড রোলে অভিনয় করতে বলেন। যেহেতু এটা আমার ইচ্ছে ছিল আমি রাজি হয়ে যাই। এরপর তো জানেনই এই বসন্ত বিকেলসহ তিন ছবিতে অভিনয় করছি।’
পরিচালকের সাথে পরিচয় প্রসঙ্গে সুবাহ বলেন, এ বছরের শুরুতে মানে পয়লা বৈশাখে আমার একটি মিউজিক ভিডিও রিলিজ হয়। যেটা আমি গেয়েছিলাম। সেটা শোনার পরই আসলাম ভাই আমার সাথে যোগাযোগ করেন। গানের বিষয়টি চূড়ান্ত হলে তিনি স্ক্রিপ্ট পড়ে দেখতে বলেন।
কেউ কেউ ইন্ডাস্ট্রিতে ৫-৭ বছর কাটিয়েও একটি ছবিতে কাজ পায় না, আর আপনি শুরুতেই তিনটি ছবিতে কাজ করছেন, কারণ কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুবাহ নিজের সুপ্রসন্ন ভাগ্যের বিষয়টিকে সামনে নিয়ে আসেন। সুবাহ বলেন, ‘বলতে পারেন এটা আমার লাক। আর কোনো কারণ নেই। তবে আপনাদের দোয়া আমার আব্বু আম্মুর দোয়া হয়তো এই সুযোগ করে দিয়েছে।’
ক্যারিয়ারের সাথে ক্রিকেটার নাসিরের যোগসূত্র কিংবা নাসির বিষয় নিয়ে তোলপাড় হওয়াটা সহায়ক হয়েছে কি না, ‘এমন প্রশ্নের জবাব দিতে চাননি সুবাহ। তিনি বলেন, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় থাকে। আমাকে আজ ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করলে ভালো হয়।’
বসন্ত বিকেল ছবিতে সুবাহ’র সাথে অভিনয় করছেন শিপন মিত্র ও তানভীর তনু। ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।