নারায়ণগঞ্জের কন্ঠ:
সিদ্ধিরগঞ্জে নাঈমা আক্তার (২৩) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শহিদুল ইসলাম (৩০) এর বিরুদ্ধে। হত্যার পর নিহতের হাত মুখ ও পা বেধে ঘরের আড়ার সাধে ঝুলিয়ে রাখা হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত স্বামী শহিদুল ইসলামকে আটক করা হয়।
ঘটনাটি ঘটে আদমজী নতুন বাজার এলাকার হান্নান মিয়ার বাড়িতে। নিহত গৃহবধূর নাম নাঈমা আক্তার বাগের হাট জেলার দেলোয়ার মোল্লার মেয়ে। আটক শহিদুল খুলনা তালিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার এলাকায় ছোট ভাই আমিনুল ইসলামের বাসায় স্ত্রীকে নিয়ে শহিদুল ইসলাম বসবাস করছিল।
খাবারের জন্য আমিনুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম নাঈমাকে ডাক দিতে গেলে হাত, মুখ ও পা বাঁধা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জের ধরে তার স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।