নারায়ণগঞ্জের কন্ঠ:
সিদ্ধিরগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ নুর আলম রানা (৩৬) কে আটক করেছে র্যাব-১১। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-২৮-১৭৩৬) ও মাদক বিক্রির ৯০ হাজার টাকা জব্দ করেছে র্যাব। আটক মোঃ নুর আলম রানার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন কালুয়াই
গ্রামে। বৃহস্পতিবার বিকেলে র্যাব ১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সানাড়পাড় এলাকায় বৃহস্পতিবার সকালে র্যাব-১১ এর চেকপোষ্টে তল্লাশীকালে ২ হাজার ইয়াবা ও মাদক বিক্রির ৫০ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ নুর আলম রানাকে আটক করা হয়। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেব পাড়াস্থ তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম রানা জানায় দীর্ঘ ৪ বছর যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত। টেকনাফের ইয়াবা পাচারকারীরা সরাসরি তার কাছে বিভিন্ন পরিবহন ও লোকজনের মাধ্যমে ইয়াবা পাঠায়। রানা এই ইয়াবা গুলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে এই ইয়াবাগুলো পৌঁছে দিত। ইয়াবার ব্যবসা করে সে একটি ট্রাকের মালিক হয়েছে। ইয়াবা পরিবহনের সুবিধার্থে বছর খানেক আগে একটি প্রাইভেট কার কিনেছে। জব্দকৃত প্রাইভেটকারটি নিজে চালিয়ে পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দিত । তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।