নারায়ণগঞ্জের কন্ঠ:
পৈত্রিক বাড়ি ফিরে পেতে সাংবাদিক সম্মেলন করেছেন সোনারগাঁ থানার জয়রামপুর এলাকার বৃদ্ধ মোঃ ঈমান আলী।
সোমবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ভূমিদস্যু সেকান্দার,তনু,সিরাজ ও আলেকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বৃদ্ধ মোঃ ঈমান আলী জানান,উল্লেখিত সন্ত্রাসী ও ভূমিদস্যুরা সােয়া ১৩ শতাংশ জমি হতে সাড়ে ৫ শতাংশ জমি জোর পূর্বক দখল করে নেন।
নারায়ণগঞ্জ কোর্টে মামলা নং- ১৩৫ দায়ের করি।
মামলা করার পর আরো বেপরোয়া হয়ে আদালতের নির্দেশ অমান্য করে দালান নির্মাণ করছে।নিষেধ করায় মারধর করে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল খাটায়।
গত ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় মোতালেব এর পুত্র সেকান্দার ও তনু,খালু সিরাজ, মা আলেকা বাসায় ডেকে নিয়ে মারধর করে প্রান নাশের হুমকি দেন।
লোকজন উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এর আগে উল্লেখিত ভূমিদস্যুরা ঈমান আলীর ছোট ভাইয়ের জমি দখল করে বাড়ি ছাড়া করেছিল।
বর্তমানে ঈমান আলী ও তার পরিবার সন্ত্রাসী ও ভুমিদস্যু তনু,সেকান্দার, সিরাজ ও আলেকা বাহিনীর ভয়ে ৪ মাস যাবত বাড়ী ছাড়া।
সোনারগাঁ থানায় সহযোগিতা না পাওয়ায় কোর্টে আরো একটি মামলা নং-৯৪৪/১৮ দায়ের করেন।থানায় মামলা করলেও সোনারগাঁ থানা পুলিশের কোন সহযোগিতা না পাওয়ায় বৃদ্ধ ঈমান আলী গৃহ ছাড়া।সন্ত্রাসী রা বলে বেড়ায় সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও ওসি তদন্ত সেলিম মিয়া আমাদের পকেট।তাদের আগেই কিনে নিয়েছি।পারলে কিছু করিস।এই হুমকিতে বৃদ্ধা পুলিশ হয়রানির ভয়ে নিজ বাড়ী ছেড়ে পরবাসী।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) সেলিম মিয়া বলেন,এ বিষয়টি আমার জানা নাই।যদি তারা আসে আমি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিবো ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোরশেদ আলমের মুঠোফোনে একাধিক বার ফোন দেয়া হলেও ফোন রিসিভ করেনি।