নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আয়োজনে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব মেলার উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মঙ্গলবার ( ১৫ জানুয়ারি ) বেলা এগারোটার দিকে এই মেলার শুভ উদ্বোধন করেন তিনি ।
বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোরশেদ আলম, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, সোনারগাঁও থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁও থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সোহেল রানা, ওসমান গনি, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিপলু, জেলা পরিষদ সদস্য এড. নুর জাহান বেগম প্রমুখ ।
এবারের মেলায় সংস্কৃতির অন্যতম মাধ্যম “ভালবাসার তামা-কাঁসা-পিতল শিল্পের” বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া “অটিজম শিশুদের প্রতি দায়িত্ব ও কর্তব্য” নৌকা বাংঙ্গালির বাহন” “সোনারগাঁয়ের লোকাচার” “সরকারের উন্নয়নে লোকশিল্প শীর্ষক সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। মেলা বাংলাদেশের পল্লী অঞ্চল থেকে ৬০ জন কারুশিল্পী মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে ঝিনাইদহ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি, চট্টগ্রামের নকশি পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারুশিল্প, নকশি কাঁথা, নকশি হাতপাখা, সিলেটের শীতল, ধামরাইয়ের তামা-কাঁসা পিতলের কারশিল্প, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটাশিল্প, টাঙ্গাইলের বাঁশের কারুশিল্প।
এ বছর মেলায় ১৭০ টি স্টল রয়েছে। বিনামূল্যে লোককারুশিল্পীদের কারুপণ্য প্রদর্শনীর স্টল ৩০টি, হস্তশিল্পের ৫০টি, পোশাকের ৩৩টি, স্টেশনারি ও কসমেটিক্সের ৩০টি ও খাবার চটপটির ১৭টি এবং মিষ্টির ১০টি স্টল স্থান পেয়েছে।
আবহমান লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির উপস্থাপন, লালন, বিকাশ ও উন্নয়নে ফাউন্ডেশনের মাসব্যাপী লোকজ উৎসব ভুমিকা পালন করবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। আগামী ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এ মেলা।