নারায়ণগঞ্জের কন্ঠ: নাাায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলমকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি হিসেবে যোগদান করছেন রূপগঞ্জ থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি মো. মনিরুজ্জামান।
(২৯ জানুয়ারী) মঙ্গলবার দুপুরে ওসি মোরশেদ আলমকে প্রত্যাহার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তে নিয়োগ দেয়া হয়েছে।
জানা যায়, সোনারগাঁও থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রাপ্ত ওসি মো. মনিরুজ্জামান গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশনের নির্দেশে তাকে রূপগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছিল।
জেলা পুলিশের বিশেখ শাখার কর্মকর্তা পরিদর্শক মো. সাজ্জাদ রোমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলমকে প্রত্যাহার করে ডিবিতে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে সোনারগাঁও থানার ওসির দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান।