নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়নগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আমরা অন্যকে উপদেশ দিতে পছন্দ করি কিন্তু গ্রহন করি কম। তাই আমাদের নিজেদের শরীরের স্বাস্থ্যের খবর রাখিনা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং জেলা স্বাস্থ্য বিভাগ কতৃর্ক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথাগুলো বলেন ।
তিনি বলেন, আমাদের স্বাস্থ্য সঠিক রাখতে হলে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। আমাদের অভ্যাসটা করতে হবে নিয়মিত। সকল ধর্মের কমন যে জায়গাটা সেটা উপলব্ধি করার এবং কোরআন অধ্যায়নে বাংলা চর্চায় নিজেকে সময় দান করার এবং আমল করার। পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহালে শিশু থেকেই তাঁদেরকে সচেতন করার উপদেশ প্রদার করেন।
নারায়নগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা উপ- পরিচালক বশির উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।