নারায়ণগঞ্জের কন্ঠ:
হাবিবুর রহমান হাবীবের মালিকানাধীন পাইকপাড়াস্থ আদি ফুডল্যান্ড দোকানে সন্ত্রাসী হামলার মামলার ঘটনায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছেন সদর মডেল থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-১নং বাবুরাইল তারা মসজিদ এলাকার আব্দুর রহমানের ছেলে রিফাত (২০), আব্দুর রাজ্জাকের ছেলে সায়েম (২০), নূর হোসেনের ছেলে রবিন হোসেন রনি (২৫), আব্দুল হাকিম সরকারের ছেলে সজিব ওরফে টুন্ডা সজিব (২২), বাবু চন্দ্র দাসের ছেলে শচীন চন্দ্র দাস (২০), রাকিব (২২), বাবুল মিয়ার ছেলে রিয়াদ (২০), ১নং বাবুরাইল বটতলা এলাকার নুরুল হকের ছেলে জুম্মন (২০), উত্তম দাসের ছেলে সোহান দাস (২১), ইব্রাহিমের ছেলে হাসান (২০), ফতুল্লা হোসাইনী নগর উত্তর গোয়ালবন্দ মৃত আনোয়ার হোসেন খলিফার ছেলে মহাদ্দেছ খলিফা আরমান (২৫)। দারুন, রমজান, শিপুল ও ম্যাংগু সহ বাকিরা আসামীরা এখনো পলাতক রয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, হাবিবের মালিকাধীন পাইকপাড়াস্থ আদি ফুডল্যান্ডের হামলার মামলার ঘটনায় পৃথকভাবে অভিযান করে শহরের বিভিন্ন এলাকা থেকে ১১জন আসামীকে আটক করা হয়েছে। মামলার বাকি আসামীদের আটকের অভিযান চলমান রয়েছে। ১১ জন আসামীকে আজ সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে হাবিবুর রহমান হাবিবের মালিকানাধীণ পাইকাপাড়াস্থ আদি ফুড ল্যান্ডে হামলার ঘটনায় হাবিব নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দারুন, রমজান, শিপলু ও ম্যাংগু সহ ৩০ জনকে আসামী করা হয়। তার প্রেক্ষিতে ১১ জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়।