নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রুহুল আমিন শিকদার বলেছেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিরোধীদলহীন একদলীয় শাসন ও সন্ত্রাসের ওপর নির্ভরশীল হয়ে এই জুলুমবাজ সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই দেশকে বিরোধীদলহীন করার জন্য বর্তমান শাসকগোষ্ঠী সরকারদলীয় সন্ত্রাসী ও সরকারি যন্ত্রকে নিষ্ঠুরভাবে ব্যবহার করছে। প্রশাসনের উপর ভর করে বেশীদিন ক্ষমতায় থাকতে পারবে না এই সরকার । সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। সরকার এখন পালানোর পথ খুঁজছে। হামলা মামলা করে সরকারের শেষ রক্ষা হবে না।
সোমবার ( ১২ সেপ্টেম্বর ) সকালে ফতুল্লা থানার একটি নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা শেষে বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। ফতুল্লা মামলা নং- ৯৪(৯)১৮ ।
এসময়ে আদালতে আর হাজিরা দিয়েছেন বিএনপি নেতা লুৎফর রহমান খোকা, আবুল হোসেন, একরামুল কবির মামুন, বোরহান উদ্দিন বেপারী, সাগর সিদ্দিকী, শরিফুল ইসলাম মানিক, পল্লব, নুরু মোহাম্মদ, জুবায়ের জাবেদ, অলিউল্লাহ খোকন, আমিনুল ইসলাম জুয়েল, নজরুল ইসলাম, সৈকতসহ নারায়ণগঞ্জ জেলা এবং ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৮জন নেতৃবৃন্দ।