নারায়ণগঞ্জের কন্ঠ:
বাংলাদেশ নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেন, ২০০৬ সালে সর্বপ্রথম ছবিসহ জাতীয় পরিচয় পত্র তৈরির উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তৎকালীণ সময়ে ভোটার তালিকা প্রস্তুত করণে দেখা গেছে দেশের মোট জনসংখ্যার চাইতে তালিকার লোকসংখ্যা বেশি। ওই সময় বিরোধী দল দাবী করেছিল ভোটার তালিকা সংশোধন না হলে তারা নির্বাচনে অংশ নিবে না। যেহেতু আমাদের লক্ষ্য ছিল সর্বদলীয় অংশগ্রহণমূলক নির্বাচন, সেহেতু আমরা ভোটার তালিকা হালনাগাদকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ২০০৭ সালে এর যাত্রা শুরু করেছিলাম।
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯ উপলক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার ( ২০ এপ্রিল ) বেলা ১২টায় হাজীগঞ্জ বিবি মরিয়ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মশালার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জের জেলা পশাসক মোঃ রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান, যুগ্ম সচিব ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মতিউর রহমান।
ইসি বলেন, দেশের ৮০ লাখ পথ শিশুর জন্ম রাস্তায়। তাদের সিংহভাগের কোন পিতৃ-মাতৃ পরিচয় নেই। তাদের জন্ম তারিখও জানা নেই। এই বিষয়টি আপনাদের কাছে চ্যালেঞ্জিং হবে। তবে যাদের জন্ম ২০০৪ সালের মধ্যে, এমন কোন পথ শিশু যাতে হালনাগাদ থেকে বাদ না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যার কোন পরিচয় নেই, তাকেও দেশের নাগরিক হওয়ার সুযোগ দিতে হবে। এটা তার মৌলিক অধিকার। সে জন্য তাদের সম্পর্কে আশেপাশে খোঁজ নিতে হবে। দক্ষতার সাথে তাদের জন্ম তারিখ নির্ধারিত করতে হবে। অনেক প্রতিকূলতার শিকার হতে হবে। তবুও আপনাকে এই কাজটি করতে হবে।
তিনি আরও বলেন, এবার ভোটার তালিকা হালনাগাদে একটু পরিবর্তন এসেছে। যেমন এবার প্রথম হাতের ১০ আঙ্গুলের ছাপসহ বায়োমেট্রিকস পদ্ধতি ব্যবহার করা হবে। এছাড়াও যারা আগামী ২ বছরের মধ্যে ভোটার হবেন, তাদের হালনাগাদের ক্ষেত্রে অগ্রীম কিছু তথ্য সংগ্রহ করা হবে। যারা অস্থায়ী বসবাস করেন অথবা ভবিষ্যতে অন্যত্র স্থানান্তর হবেন, তাদের জন্য আলাদা হালনাগাদ করা হবে। পাশাপাশি মৃত ভোটারদের তালিকা প্রস্তুত করা হবে। কমিশনে যাতে কোন গলদ না থাকে, আমরা সেই দিকটিই লক্ষ্য রাখবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম খান, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জসীম উদ্দিন প্রমূখ।