নারায়ণগঞ্জের কন্ঠ: ২৮ অক্টোবর জামাত- বিএনপি মহাসমাবেশের নামে মরণকামড় দিতে চাইবে বল মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আগামী ৪ঠা নভেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করতে আজকের এই বর্ধিত সভা। কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকায় জেনেছেন গত বুধবার বিএনপি একটি ঢাকায় জনসমাবেশ করেছে। সেই সমাবেশ থেকে জামাত বিএনপি পক্ষ থেকে এই সরকারের পতন ঘটানোর জন্যে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী ২৮ই অক্টোবর তারা ঢাকায় মহাসমাবেশের নামে ঢাকা অবরোধ। নাম দিয়েছে মহাসমাবেশ কিন্তু এটা হল তাদের অবরোধ। সে অবরোধে যা যা করার দরকার তারা তাই করবে। এবং এটা হল তাদের মরণকামড়। সেই কারণে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে ২৮ তারিখে তারাই ঢাকা অবরোধ করে নিবে সেটা হবে না আমরাও সেদিন মহাসমাবেশ করব। সেই সমাবেশে আমরা চাইবো তাদের চেয়ে বেশি জন জমায়েত করব। আগামী ২৮শে অক্টোবর ও ৪ঠা নভেম্বর নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে আপনাদের সেই সমাবেশ গুলোতে অংশগ্রহণ করবেন।
আগামী ৪ঠা নভেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) সকাল দশটায় নারায়ণগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য এই লড়াই সংগ্রাম করতাছে না। তারা তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসার জন্যই এ সকল করছে। তারা একেক সময় একেক ধরনের কথা বলে। তাদের টার্গেট শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা। তারা চায় অন্য কোন অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসুক। অন্য কোন শক্তি ক্ষমতায় এসে দুই তিন বছর কাটাবে তারপর তারা ক্ষমতায়। সুতরাং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে বিএনপিরা আশা কোনদিনই পূরণ হবে না। আমরা জামাত বিএনপির সকলে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. সহিদ বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহাসহ জেলা ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।